সেনাবাহিনীর কারণে পাল্টে গেল পানছড়ি বাজারের দৃশ্যপট

পানছড়ি বাজারে
বছরের
পর বছর ধরে যানজট আর যত্রতত্র স্থানে ময়লা আবর্জনার স্তুপ ছিল। সেনাবাহিনীর কারণে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকেই দেখা
যায় ময়লা
আবর্জনার স্থলে পরিষ্কার পরিচ্ছন্নতা আর যানজটের বদলে খোলা ময়দান।

জানা যায়, সাব জোন অধিনায়ক ক্যাপ্টেন আহসান হাবিবের নেতৃত্বেনভেম্বর সোমবারনং পানছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অটো রিকসা, মাহিন্দ্র, মোটর সাইকেল ট্রাক্টর চালক সমিতির সভাপতি/সম্পাদকদের সাথে এক মত বিনিময় সভা করেন। এতে ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, বাজার উন্নয়ন কমিটির সহসভাপতি তপন কান্তি বৈদ্য সম্পাদক আবুল কাশেম উপস্থিত ছিলেন।

সময় পানছড়ি বাজারের সৌন্দর্যবর্ধন, যানজট নিরসন দোকানের সামনে ময়লা আবর্জনা না রাখার ব্যাপারে জোন অধিনায়ক গুরুত্বপুর্ণ নির্দেশনা প্রদান করেন।