মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

 

রাঙ্গামাটিতে  জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলার জনসংহতি সমিতির অফিস কার্যালয়ের প্রাঙ্গণে মানবেন্দ্র নারায়ণ লারমার স্মরণে পুষ্পস্তবক অর্পণ  করেন নেতাকর্মীরা।

এসময়
 
অংশগ্রহণ করেন,মারমা,
 
রাঙ্গামাটি সদর
উপজেলা সাবেক
ভাইস চেয়ারম্যান রিতা চাকমা,
বরকল উপজেলা সাবেক চেয়ারম্যান মনি চাকমা,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কমিটির দপ্তর সম্পাদক নগেন্দ্র চাকমা,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য
ডাঃ গঙ্গামানিক চাকমা,  এমএন লারমা
মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয়
কেতন চাকমা,
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সা
থোয়াইসহ অন্যান্য নেতাকর্মী।

এছাড়াও জনসংহতি সমিতির অঙ্গ সংগঠন
পাহাড়ি ছাত্র
পরিষদ, যুব
সমিতি, মহিলা
সমিতিসহ অন্যান্য সংগঠনের উদ্যোগে অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ
করা হয়।
পরে মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা)
স্মরণে দুই
মিনিট নীরবতা পালন করেন
নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যুবার্ষিকী পালিত
হলেও এবারে
করোনা ভাইরাসের কারণে সীমিত
আকারে পালন
করা হচ্ছে। সন্ধ্যায় সময়ে
নেতার স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।