পায়ে হেঁটে ১৫০ কি.মি. পরিভ্রমণে কাপ্তাই নৌ রোভার ইউনিটের ৪ সদস্য

 কাপ্তাই জেলা নৌ রোভার
ইউনিটের ৪ সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথে কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্ক
যাত্রা শুরু করেছে। স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই
হতে বঙ্গবন্ধু সাফারি পার্ক পর্যন্ত পায়ে হেঁটে গতকাল রবিবার সকালে তারা পরিভ্রমণ শুরু
করেন।


রোববার সকালে শুরু হওয়া ৫দিন ব্যাপি পরিভ্রমণে অংশ নেয় কাপ্তাই জেলা নৌ রোভার ইউনিটের দলনেতা এনামুল হক টিপু, সদস্য মো. শাহীন আলম, মো. শাহাজাহান, জনি চন্দ্র দাশ।

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম জানান, রোভার স্কাউটসের সর্বোচ্চ সম্মানপ্রেসিডেন্ট রোভার স্কাউটঅ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করার জন্য তারা পরিভ্রমণ সম্পন্ন করবেন। পাঁচ দিনব্যাপি এই প্রোগ্রামেজীবন বাঁচাতে, দেশ বাঁচাতে, স্বাস্থ্য বিধি মানতে হবে স্লোগানকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরি, সড়ক দুর্ঘটনা রোধে করণীয়, করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান দান মাস্ক বিতরণ সহ নানা সামাজিক কাজে অংশগ্রহন করবেন তারা। পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করবেন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।