৪০ হাজার পিস ইয়াবাসহ কিশোর আটক

 

নাইক্ষ্যংছড়ি ঘুমধুম বিওপির আওতায় ৩৪ বিজিবির  অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ  চৌদ্দ বছরের এক কিশোর কে আটক
করা হয়েছে।

শনিবার সকালে উখিয়ার পালংখালীর ঘাঁটিবিল থেকে মোঃ ফয়সাল কে আটক করা হয়। সে ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আলী
হায়দার আজাদ আহমেদ জানান, শনিবার সকালে ওই কিশোর সীমান্ত এলাকা থেকে উখিয়ার
দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিজিবির একটি অভিযানিক দল তার ব্যাগ
তল্লাশি করে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে।

আটক কিশোরকে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করেছে র‍্যাব।
সেখানে মামলা করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।