বান্দরবানের বাইশারীতে ফ্রান্সে মুহাম্মদ (সা:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সমাবেশ

 

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে ফ্রান্সে হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শণের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে  সর্বস্থরের তৌহিদি জনতা। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেন শান্তিকামী জনতা।

(০৬ নভেম্বর) দুপুর ২.৩০মিনিটে বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহনে বিশাল মিছিল শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন শেষে বাইশারী বাজার চত্বরে মিলিতি হয়ে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেনফ্রান্সে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন বন্ধ সহ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে অনতিবিলম্বে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে। বক্তারা আরো বলেন, মহানবী (.) এর শান ইজ্জতের ওপর আক্রমণকারী অসভ্য ফ্রান্সের সাথে সব ধরণের সম্পর্ক ছিন্ন করা শান্তিকামী জনতার প্রাণের দাবি। অনতিবিলম্বে বাংলাদেশ সরকারকে দাবি বাস্তবায়ন করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে নবী করীম (🙂 এর অবমাননার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহন করতে হবে। বক্তারা ফ্রান্সের সবধরণের পণ্য বর্জন করার জন্য শান্তিপ্রিয়, নবীপ্রেমিক তৌহিদী জনতার প্রতি উদাত্ত আহবান জানান।