দীঘিনালার কবাখালীর বাজার দীর্ঘ ৯ বছর পর পুনরায় চালু

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার আগামী সোমবার কবাখালী বাজার দীর্ঘ বছর বন্ধ থাকারর পর দীঘিনালা সেনাজোন উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় পুন:রায় চালু হতে যাচ্ছে

 

উপজেলা অডিটমিয়াম হলরুমে কবাখালী বাজার সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোন কমান্ডার লে: কর্নেল মো: তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম, দীঘিনালা হেডম্যান এসোসিয়েশন এর সভাপতি প্রন্তর চাকমা, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিসেস সীমা দেওয়ান প্রমূখ।

 

মত বিনিময় সভায় লে: কর্নেল মো: তৌহিদুল ইসলাম বলেন, আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় কবাখালী বাজার আবার ঐতিহ্য ফিরে পাবে, আমাদের নিজেদেরকেই আমাদের সকল সমস্যার সমাধান করতে হবে, সদ ইচ্ছা থাকলেই কেবল এসকল সমস্যা সমাধান করা সম্ভব, কোন ধর্মে বিশৃংখলা সৃষ্টি করতে বলে নাই সকলে মিলে এক সাথে কাজ করলেই কবাখালী বাজারটি পুন:রায় চালু করা সম্ভব।   হিংসা বিধেষ ভুলে গিয়ে আগামী সোমরাব থেকে সবাইকে বাজারের আসতে বলেন তিনি।