বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে থানচি উপজেলার দুর্গম বড় মদক বাজরের ২০টি দোকান ও বসতঘর ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার ৫ নভেম্বর সকাল সাড়ে ৬ টার দিকে এ অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় অজ্ঞাত
স্থান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ২০টির মতো দোকান ও বাড়িঘর মুহূর্তের মধ্যে পুড়ে
ছাই হয়ে যায়। এ সময় আরও প্রায় ২২টি দোকান ও বাড়িঘর ভয়াবহ আগুনের হাত থেকে রক্ষা
করার জন্য স্থানীয়রা ভেঙ্গে ফেলেছে বলে জানা যায়।
এ ব্যাপারে রেমাক্রি ইউপি চেয়ারম্যান মুসুথোয়াই মারমা (রনি)
জানান, সকালে হঠাৎ আগুন লেগে বড় মধক বাজারে ২০টি দোকান পুড়ে গেছে স্থানীয়রা আরও
২২টির মত দোকান ঘর রক্ষা করার জন্য ভেঙে ফেলেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার
বলেন, আমরা বিজিবি মাধ্যমে খবর পেয়েছি। বড় মাদক বাজারে ২০টির মতো দোকান পুড়ে গেছে।
ইতিমধ্যে আমরা নদীপথে পুলিশের টিম পাঠিয়ে দিয়েছি। এলাকাটি অতি দুর্গম হওয়ায় সেখানে
আমাদের টিম পৌঁছাতে ৩টা নাগাদ লাগতে পারে ও আবার ফিরে আসতে সন্ধ্যা হবে তাই তারা
ফিরে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাচ্ছে না।