বৈঠকে
বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চট্টগ্রাম সাউথ ইস্ট রিজিয়নের অধিনায়ক ব্রি: জেনারেল
মোহাম্মদ আল মাসুম। বিএসএফ ৮ সদস্যের নেতৃত্বে দেন ভারতের ত্রিপুরা ফন্টিয়ার হেডকোয়াটারের
আইজি এস আর ওঁঝা।
এর
আগে, সকাল ১০টার দিকে
সীমান্তবর্তী মৈত্রী সেতু ১
নির্মাণ পথে ফেনী নদী পার
হয়ে বিএসএফের প্রতিনিধি দল
বাংলাদেশে প্রবেশ করেন। এসময়
বিজিবির সেক্টর কমান্ডারগণ ভারতীয়
সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশে
স্বাগত জানান।। বৈঠক শেষে
বিজিবির প্রতিষ্ঠাকালীন ইউনিটের স্মরণে
নির্মিত স্মৃতিসৌধে (বিডিআর) শ্রদ্ধা
নিবেদন করেন দুই দেশের প্রতিনিধি
দলের সদস্যবৃন্দ।