বিনামূল্যে ঔষধ চিকিৎসা সেবা পেল থানচির ৩শত হত দরিদ্র রোগী

 

প্রোজেক্ট আলো, সুস্থ দেহসুস্থ মন, শিরোনামে
বান্দরবানে
থানচিতে ঢাকায় একটি সেবা প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংগঠনশুনতেকিপাও  এর অর্থায়নে মেডিকেল ক্যাম্প,বিনামূল্যে ঔষুধ,চিকিৎসা সেবা পেল ৩শত হত দরিদ্র রোগী বিজিবি ৩৮ ব্যাটালিয়ান বলিপাড়া জোনে সার্বিকস হযোগীতায়
পারিজাত গার্ডেন ক্যাফে বলিপাড়া ইউনিয়ন
তার আশেপাশে 
৩শত হত দরিদ্র পাহাড়ী বাঙ্গালি কে বিভিন্ন চিকিৎসা
 
সেবা দেওয়া হয়।

 

 এই সেবা  মঙ্গলবার ৩রা নভেম্বর দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিয়ে থাকে  


মেডিকেল ক্যাম্প শুভ উদ্বোধন করেন, বিজিবি বলিপাড়া জোন, অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার সিগস, শুনতে কি
পাও সংগঠনের সভাপতি
, প্রান্তিক চৌধুরী, সম্পাদক পংকজ দেবনাথ, সি আরডিডি প্রতিষ্ঠানের জহিরুল ইসলাম,ঢাকা মেডিকেল
কলেজ
অথেনটিক
ডায়াগনস্টিক
এন্ড কনসালটেশন লিঃ এর চিকিৎসক ডাঃ শিরিন আক্তার, ডাঃ রবিঊল ইসলাম, ডাঃ আব্দুলাহ আল নোমান, ডাঃনিালাদ্রি কুন্ড, ডাঃ নূরজাহান, ডাঃপায়েল নুসরাত, ডাঃ প্রিয়াংকা নওশীন, ডাঃ উৎপল সেন, ডাঃ মাহফুজ করিম, ডাঃ জুবাইদা গুলশান আরাসহ বিজিবি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আয়োজকরা জানান শুনতেকিপাওএকটি স্বেচ্ছাসেবী সংগঠন । ২০১৩ সালে প্রতিষ্ঠানটি ঢাকা শহরে প্রতিষ্ঠিত
হয়।
এটি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত  ছাত্রদের দ্ধারা পরিচালিত। তারা গরীব, অনাথ অসহায় বাচ্চাদের পড়াশুনা, চিকিৎসা স্বাবলম্বী গড়ে তোলার কাজ করে আসছে। ২০১৮ সাল থেকে থানচিতে জন পাহাড়ী শিশুকে পড়াশুনা খরচ বহন করে এবং তাদের দায়ভার নেয়া হয়েছিল। এই জনের মধ্যে গতবছর তিন্দু ইউনিয়নের (থুইসাপাড়া) বর্তমানে নতুন পাড়া
বাসিন্দা
মংচখিয়াং
নামে
এক ছাত্র থানচি মডেল
সরকারী প্রাথমিক
বিদ্যালয় হতে পিএসসিতে গোন্ডেন নম্বার পেয়ে পাশ করেছিল।


শুনতে কিপাওসংগঠনের কার্যক্রম পরিচালনা করতে সামর্থ অনুয়ায়ী মাসিক চাঁন্দা সংগ্রহ করে এবং পড়াশুনার পাশাপাশি তারা কলম, টির্শাট, মৌসুমীয় আমসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে অর্জিত অর্থের সংগঠন পরিচালনা করেন বলে জানালেন প্রতিষ্ঠানের সভাপতি প্রান্তিক চৌধুরী এই প্রতিষ্ঠানের বর্তমানে সদস্য সংখ্যা ১০০ জন।