বাংলাদেশ জাতীয়তাবাদলের রোয়াংছড়ি উপজেলার অবঃ শিক্ষক মংচাথোয়াইপ্ররু মারমা আর নেই। তিনি দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন শারীরিক রোগে ভোগছিলেন ।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২০) বিকাল ৩টার দিকে মৃ্ত্যুবরণ করেন অবঃ শিক্ষক মংচাথোয়াইপ্রু মারমা । মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
জানা যায়, মংচাথোয়াইপ্ররু মারমা ২০০৯ থেকে ২০২০ সাল পযর্ন্ত উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।