মানিকছড়ি যুব রেড ক্রিসেন্ট সেই হতভাগী জমিলার (৭৭) এর পাশে

 

মানিকছড়িতে
প্যারালাইসিসে

আক্রান্ত জমিলা খাতুন  দীর্ঘ কয়েক বছর বিনা চিকিৎসায় অভাবঅনটনে দূর্বিসহ জীবন কাহিনী নিয়ে সংবাদ প্রকাশের পর মহিলার শয্যাপাশে দাঁড়িয়েছেন যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীরা।

নভেম্বর বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল জাতীয় সংবাদপত্রের অনলাইন ভার্সনে স্বামী সন্তান হারা জমিলার জীবনপ্রদীপ নিভে যাচ্ছে বিনা চিকিৎসা অনাহারঅর্ধাহারে শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি মানিকছড়ি যুব রেড ক্রিসেন্ট এর সদস্যদের নজরে
এলে
তারা ২ নভেম্বর সকালে ফুড প্যাকেজ নিয়ে হাজির হয়েছেন অমানবিক পরিবেশ দূর্বিসহ জীবন যাপনকারী জমিলার শয্যাপাশে।