কক্সবাজারে ৪৭১ ভরি স্বর্ণসহ রোহিঙ্গা যুবক আটক

 

কক্সবাজারের উখিয়ার সীমান্ত হতে ৪৭১ ভরি আনা রতি স্বর্ণালংকার সহ একজন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৩৪ বিজিবি) সদস্যরা।

৩৪ বিজিবি অধিনায়ক বলেন, রোববার রাতে মিয়ানমার হতে বাংলাদেশে চোরাকারবারিরা বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে  প্রবেশ করছেএমন গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির সদস্যরা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির কুড়ারপাড়া এশিয়ান হাইওয়ে রোডের ব্রিজের পাশে অভিযান চালায়। সেখান থেকেই ৪৭১ ভরি আনা রতি স্বর্ণ উদ্ধার করা হয়। সময় মো. কলিম (২১) নামে একজনকে আটক করা হয়। সে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ব্লকবি/৪৭ এর বাসিন্দা কবির আহম্মেদের ছেলে।

ধৃত
আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।