রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে বিশেষ শাখায় কর্মরত আছেন এসআই মোঃ জহির উদ্দিন। পুলিশ বাহিনীতে যোগ দান করার পর থেকেই মানবিক কর্মকান্ডের
সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছেন। তার ব্যক্তিগত হজ্জের জমানো টাকা থেকে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এসআই মোঃ জহির উদ্দিন করোনাকালীন সময়ে পজেটিভ রোগীদের জন্য খাদ্য, ঔষুধ–সামগ্রী, ক্ষতিগ্রস্থ জেলেদের জন্য ত্রান বিতরণ, অগ্নিকান্ডে
আহত ব্যক্তিদের মাঝে ত্রান বিতরণ। এছাড়াও শারীরিক প্রতিবন্ধীদের আর্থিক ও ত্রান সহায়তা, হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন এবং লেখাপড়ার সহায়তাসহ অসংখ্য মানবিক কাজে নিজেকে সস্পৃক্ত রেখেছেন।
এসআই জহির জানান, চাকুরীর পাশাপাশি মানবিক কাজে থেকে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জল ও দেশের জন্যে মানবিককাজে ভূমিকা রাখতে চান । তিনি তার এই মানবিক কার্যক্রমে সবসময় রাঙামাটির পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ সিনিয়র অফিসারদের সহযোগীতা পেয়ে থাকেন বলে জানান।