মহা মানব হযরত মুহাম্মদ(স.)কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশ এর প্রতিবাদে ১ নভেম্বর সকাল ১০ টায় মানিকছড়িতে বাংলাদেশে রাষ্ট্রদূতকে তলব ও রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বয়কট এর দাবীতে খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ এর মানববন্ধন
অনুষ্টিত হয়েছে ।
উক্ত মানববন্ধনে
আয়োজিত সংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা– কর্মীরা বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে অংশ গ্রহন করেন। বৃষ্টি উপেক্ষা করে উপজেলা সদর আমতলা মহাসড়কে খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ, মানিকছড়ির উদ্যোগে আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে অংশ নিতে উপজেলার তৃণমূল থেকে শতশত শিক্ষার্থী ও শিক্ষকরা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে অবস্থান নেন। বিশ্ব নবী হযরত মুহাম্মদ( স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ ও ফ্রান্সের পণ্য বয়কটের আহব্বান সম্বলিত প্লেকার্ড, ফেষ্টুন ও ব্যানার নিয়ে প্রায় অর্ধশত মাদরাসা,সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সকলে মানববন্ধনে অংশ নিতে দেখা যায়।
এ সময় ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহা মানব হযরত মুহাম্মদ(স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় তীব্র নিন্দা ও রাষ্ট্রদূতকে তলব করে এর আনুষ্ঠানিক প্রতিবাদসহ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বয়কটের জন্য
জোরালো দাবী জানানো হয়।