কাপ্তাইয়ে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

কাপ্তাইয়ে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম বিরলাল চাকমা (৫৫)।
তিনি রাঙামাটি সদর উপজেলার দেবাছড়া পাড়ার মৃত নলনী মোহন চাকমার ছেলে।

 শুক্রবার (৩০
অক্টোবর) সকাল প্রায় ৭ টার সময় কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই ইউনিয়ন এলাকার ব্যাঙছড়ি
মুসলিম পাড়া নামক স্থান সংলগ্ন বনফুল রেস্টহাউজের সামনে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের
পাশে এই সড়ক দূর্ঘটনা ঘটে। 
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির
উদ্দীন জানান, নিহত ব্যক্তি বাঁশ দিয়ে চিংড়ি মাছ শিকার করার সরঞ্জাম (চাই) তৈরি
করে বাজারে বিক্রি করতো। শুক্রবার সকালে চাঁই বিক্রির জন্য তিনি কাপ্তাই নতুন
বাজারে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে কাপ্তাই সড়কে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে
ঘটনাস্থলেই তিনি নিহত হন।