অস্থিতিশীল পরিবেশে পাহাড়ে প্রবল ঝড় ও অতি বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত ১৭১ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ও রুমা জোনের সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে এসব চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
আজ, শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে দশটায় রুমা সদরে খাদ্য গুদাম থেকে এসব চাল নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। সম্প্রতি টানা প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড়ে কৃষকদের বাগানে উৎপাদিত বিভিন্ন জাতের ফসল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত জুম চাষিদের আংশিক হলেও পুষিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ খাদ্য এবং নগদ অর্থ বরাদ্দ প্রদান করে। তা সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবানে রুমা সদর ইউনিয়ন ও পাইন্দু ইউনিয়নের মোট ১৭১পরিবারের মধ্যে প্রতি পরিবারকে নগদ এক হাজার ৭০০ টাকা ও ৫০কেজির এক বস্তা করে চাল বিতরণ করা হয়। এ সময় পথ প্রদর্শক ৫০ জনকেও নগদ অর্থ ও চাল বিতরণ করেন সেনাবাহিনী।
চাল ও নগদ অর্থ বিতরণের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন রুমা জোনের উপ-অধিনায়ক। এ সময় রুমা জোনের উপ-অধিনায়ক বলেন, সুনসাং পাড়া ও বড়থলী এলাকাতেও অস্থিতিশীল পরিবেশে সম্প্রতি অতি বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্তদের মধ্যেও স্থানীয় ক্যাম্পের সেনাবাহিনীদের সার্বিক সহযোগিতায় নগদ অর্থ ও চাল বিতরণ করা হবে এবং এ কার্যক্রম চলমান থাকবে।