
পার্বত্য চট্টগ্রামে “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” এই মুলমন্ত্রকে বুকে ধারণ করে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সেনা সদস্যরা। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি জেলার নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
অদ্য শনিবার (২২ জুন) সকালে নানিয়ারচর সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে নানিয়ারচর জোনের জোন কমান্ডার উপস্থিত থেকে দুস্থ ও অসহায়দের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করেন। মানবিক সহায়তা পেয়ে অসহায় ও দুস্থরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।
এসময় জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি দরিদ্র জনসাধারণের যেকোনো সমস্যা সমাধানে আর্থিক ও মানবিক কর্মসূচির এই ক্রমধারা চলমান রাখবে।