মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গুইমারা উপজেলার কবুতরছড়া পাড়া এলাকায় মাটিরাঙ্গা জোন কর্তৃক কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। 

আজ, বৃহস্পতিবার (১৩ জুন) মাটিরাঙ্গা জোনের সার্বিক ব্যবস্থাপনায় সকাল ১০ ঘটিকা থেকে সর্বমোট ৬২৭ জন দুস্থ ও হতদরিদ্র পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এরূপ মহতী উদ্যোগে স্থানীয় জনসাধারণ অত্যন্ত আনন্দিত। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধগণ উন্নত চিকিৎসা সেবা পেয়ে মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

এ বিষয়ে মাটিরাঙ্গা জোন কমান্ডার বলেন, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষে মাটিরাঙ্গা জোন সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নত মানের জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে।