
লংগদু জোন কর্তৃক খাগড়াছড়ির দুর্গম এলাকার দক্ষিণ রহমতপুর নূরানী
মাদ্রাসা এবং সেনা মৈত্রী আদর্শ বিদ্যা নিকেতনে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মাদ্রাসা এবং সেনা মৈত্রী আদর্শ বিদ্যা নিকেতনে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অদ্য, সোমবার (৩ জুন) লংগদু সেনা জোন কর্তৃক নিজস্ব দায়িত্বপূর্ণ
এলাকায় নিরাপত্তা প্রদানের পাশাপাশি উন্নয়নমূলক কাজের অংশ হিসাবে দক্ষিণ রহমতপুর নূরানী
মাদ্রাসায় নগদ ৪,০০০ টাকা এবং সেনা মৈত্রী আদর্শ বিদ্যা নিকেতনে নগদ ১৫,০০০ টাকা আর্থিক
সহায়তা প্রদান করা হয়েছে।
উক্ত সহায়তা পেয়ে প্রতিষ্ঠানটি দুটির পক্ষ হতে সেনাবাহিনীর প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সেনাবাহিনীর এমন সহায়তায় এগিয়ে যাবে পার্বত্য অঞ্চল।
এ বিষয়ে লংগদু জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামের বৈরী পরিবেশ
থেকে উত্তোরণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি সেনাবাহিনী সর্বদা সাধারণ মানুষের
পাশে থাকবে এবং এই ধরণের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।