নানিয়ারচর জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ


“সম্প্রীতি ও উন্নয়ন”
প্রকল্পের আওতায় রাঙ্গামাটির নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে
সেনাবাহিনীর নানিয়ারচর জোন।

আজ রবিবার সকালে জোনের
আওতাধীন পাতাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন
দুর্গম এলাকার বিপুল সংখ্যক নারী, পুরুষ, শিশু কিশোর ও বৃদ্ধ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

নানিয়ারচর জোনের মেডিকেল
অফিসার কর্তৃক সর্বমোট ৯২জন পাহাড়ি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা
হয়।

নানিয়ারচর জোন কর্তৃক
পরিচালিত জনকল্যাণমূলক এ কার্যক্রম আয়োজন করায় স্থানীয়রা নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ
প্রকাশ করেছেন।

এসময় নানিয়ারচর জোন কমান্ডার
উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা কর্মসূচী শেষে নানিয়ারচর জোনের জোন কমান্ডার বলেন, বাংলাদেশ
সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।