
খাগড়াছড়ির দীঘিনালায় ঘূর্ণিঝড় রেমাল ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও বন্যায় মারা যাওয়া শিশুর পিতাকে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।
বুধবার (২৯ মে) সকাল ১০ টায় উপজেলার ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্রে নৌকাযোগে পৌঁছে ঘূর্ণিঝড় রেমাল ও বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
একইসাথে বড় মেরুং এলাকায় বন্যায় নিহত শিশুর পিতা মোঃ আবদুল লতিফকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।