পার্বত্য জেলা বান্দরবানের উদীয়মান পেশাদার ফুটবল খেলোয়াড় প্রেংচ্যুং ম্রো’কে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
প্রেংচ্যুং ম্রো (২৫) বান্দরবান সদরের ৪ নং সুয়ালক ইউনিয়নের লামার পাড়া এলাকার মৃত পিয়াচ্যং ম্রো এর সন্তান ও একজন পেশাদার ফুটবল খেলোয়াড়। ফুটবল খেলতে গিয়ে পায়ে ইনজুরি হওয়ায় বান্দরবান রিজিয়ন ও সেনা জোনে চিকিৎসা সহায়তার আবেদনের প্রেক্ষিতে এ সহায়তা প্রদান করা হয় বলে জানা গেছে।
এই উদীয়মান ফুটবলার প্রেংচুং ম্রো লিগামেন্ট ইনজুরিতে ভুগছিল গত এক বছর ধরে। আজ সেনাবাহিনীর চিকিৎসা সহায়তার মাধ্যমে আবারও খুব শীঘ্রই মাঠে ফিরতে যাচ্ছে এই তরুণ।