পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি সেনা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
অদ্য, রবিবার (০৫ মে) খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক এ আর্থিক অনুদান প্রদান করেন ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার।
এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক ০৬ জন স্থানীয় বাঙালি ব্যক্তিবর্গের মাঝে নগদ ৮২,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বিতরণ শেষে রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা প্রদান ও সন্ত্রাস দমনের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে খাগড়াছড়ি রিজিয়ন নিরলসভাবে কাজ করে আসছে। দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র মানুষের কল্যাণে খাগড়াছড়ি রিজিয়নের এ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।