নানিয়ারচর জোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের অন্তর্গত নানিয়ারচর জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।  

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নানিয়ারচর জোনের উদ্যোগে করল্ল্যাছড়ি যুব সংঘ ক্লাবকে নগদ ৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

করল্ল্যাছড়ি যুব সংঘ ক্লাব এর সদস্যরা সেনাবাহিনীর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নানিয়ারচর জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।    

মানবিক সহায়তা কর্মসূচী শেষে নানিয়ারচর জোনের জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।