বান্দরবানে সেনা অভিযানে জেএসএস (মূল) দলের দুইজন চাঁদা কালেক্টর আটক

 

বান্দরবান সেনা রিজিয়নের বান্দরবান জোন কর্তৃক বিশেষ অভিযানে জেএসএস (মূল) দলের চাঁদা কালেক্টর রবিন মারমা
(২৯) ও উক্যসাইন মারমা (৩৬) কে আটক করেছে সেনাবাহিনী”

গত, ০১ অক্টোবর ২০২২ তারিখে আনুমানিক ১৯৩০ ঘটিকায় গোপন
তথ্যের ভিত্তিতে
বান্দরবান জোনের বনরূপা মসজিদ এলাকায়
সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল কর্তৃক
জেএসএস (মূল) দলের চাঁদা
কালেক্টর রবিন মারমা (২৯) ও উক্যসাইন মারমা (৩৬) নামের
দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। পরর্বতীতে তাদের
কাছ থেকে তল্লাশী চালিয়ে চাঁদা আদায়ের রশিদ
, ০২টি মোবাইল
এবং ০১টি মোটরসাইকেল সহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

উক্ত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বনরূপা
মসজিদ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তারা জেএসএস (মূল) দলের সক্রিয় চাঁদা কালেক্টর। উক্ত অভিযানটি
পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর একটি সফল অভিযান। সন্ত্রাস দমনে
পার্বত্য চট্রগ্রামে সেনাবাহিনীর অবদান অনস্বীকার্য। সন্ত্রাসবাদে বিভীষিকাময়
পরিস্থিতিতে কেউ পাশে না থাকলেও বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই সাধারণ মানুষের পাশে
থেকেছে।

বান্দরবান জোন কমান্ডার জানান,
পার্বত্য চট্রগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা
বাহিনীর এ ধরনের অভিযান অ
ব্যাহত থাকবে।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht