
পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার পাশাপাশি বান্দরবান
জোন নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি
পরিচালনা করে আসছে।
এরই ধারাবাকিকতায় আজ, মঙ্গলবার (এপ্রিল) বান্দরবান জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি
এলাকার স্থানীয় বিভিন্ন (উপজাতি) সম্প্রদায়ের দুস্থ ব্যক্তিবর্গের মাঝে পহেলা বৈশাখ
উদযাপন উপলক্ষে সর্বমোট ৮০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জোন কমান্ডারসহ অন্যান্য অফিসারবৃন্দ।
এ সময় জোন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা প্রদান ও সন্ত্রাস দমনের
পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বান্দরবান নিরলসভাবে কাজ করে
আসছে। দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র মানুষের কল্যাণে বান্দরবান জোনের এ প্রয়াস ভবিষ্যতেও
অব্যাহত থাকবে।