
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে অসহায় ও দরিদ্র
জনগোষ্ঠির মাঝে ঈদ উপহার সামগ্রী এবং বিভিন্ন সম্প্রদায়ের ০৮ টি সংগঠনের মাঝে আর্থিক
সহায়তা প্রদান করা হয়েছে।
আজ, মঙ্গলবার (৯ এপ্রিল) এসব ঈদ উপহার সামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করেন
বান্দরবান রিজিয়নের অফিসার। এ সময় রিজিয়নের আওতাধীন স্থানীয় ১২৭ টি (বাঙালি) দুস্থ
পরিবারবর্গের মাঝে ঈদ উপহার (খাদ্য) সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের
০৮ টি সংগঠনকে সর্বমোট ৫০,০০০ টাকা এবং ২৬ টি সেচ্ছাসেবী সংগঠনের মাঝে সর্বমোট ২৬,০০০
টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বিতরণকালে সেনা অফিসার বলেন, দুর্গম পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্তমানবতা সেবা ও দেশের যেকোন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে ভবিষ্যতেও থাকবে।