আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে জনকল্যানমূলক সহায়তা প্রদান করা হয়েছে।
পার্বত্য জেলা রাঙামাটিতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের অন্তর্গত নানিয়ারচর জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৮ এপ্রিল ২০২৪ তারিখে নানিয়ারচর জোনের উদ্যোগে স্থানীয় ৩২ টি (বাঙালি) দুস্থ পরিবারবর্গের মাঝে ঈদ উপহার (খাদ্য) সামগ্রী বিতরণ করা হয়েছে।
নানিয়ারচর উপজেলার বসবাসরত দুঃস্থ ও হতদরিদ্র জনসাধারণ সেনাবাহিনীর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নানিয়ারচর জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানবিক সহায়তা কর্মসূচী শেষে নানিয়ারচর জোনের জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।