সিন্দুকছড়ি জোনের উদ্যাগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


খাগড়াছড়ির গুইমারা অঞ্চলের স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের
ধারা বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন
ধরনের জনকল্যানমুলক কর্মসুচি পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে
মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৬ এপ্রিল (শনিবার) বিকেল বেলা সিন্দুকছড়ি সেনা জোনের আয়োজনে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে তৈকর্মা এবতেদায়ী মাদ্রাসা ও সিন্দুকছড়ি মাদ্রাসার ৬৫ জন শিক্ষার্থীর
মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সিন্দুকছড়ি জোনের ক্যাম্প কমান্ডার।

ইফতার সামগ্রী বিতরণের পর উপস্থিত সকলকে ঈদ-উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে
প্রধান অতিথি বলেন, আর্তমানবতা ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং যে কোনো দূর্যোগ পরিস্থিতিতে
সকলের জন্য সেনাবাহিনীর সাহাস্য ও প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। পাহাড়ের স্থিতিশীলতা
ও শান্তি শৃঙ্খলা বাজায় রাখার লক্ষ্যে সিন্দুকছড়ি সেনা জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের
জনকল্যানমুলক কর্মসুচি পরিচালনা করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের ন্যায় সকলের
পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং পার্বত্য চট্রগ্রামে শান্তি প্রতিষ্ঠার
জন্য নিরলসভাবে কাজ করে যাবে।

এসময় উপস্থিত ছিলেন,সিন্দুকছড়ি
জোনের সামরিক পদস্থ কর্মকর্তাবৃন্দ।