
সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে গরিব, অসহায় পরিবার, মাদরাসা ও এতিমখানায় ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ, মঙ্গলবার (২ এপ্রিল) সকালে সিন্দুকছড়ি জোন সদরে গরিব, অসহায় ও দরিদ্র পরিবার এবং মানিকছড়ির গচ্ছাবিল দারুল উলুম মাদরাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার।
এসময় জোন উপ অধিনায়ক সহ সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে জোন কমান্ডার বলেন, পাহাড়ে সেনাবাহিনী নিরাপত্তার পাশাপাশি হতদরিদ্র, ক্ষুধার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা, শিক্ষা ও খাদ্য সহায়তা এবং গৃহহীনদের আর্থিক সহায়তাসহ জনকল্যাণমুখী কাজ করে আসছে। এরই অংশ হিসেবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ এসব খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে’। এছাড়াও ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধাপ্রাপ্ত ব্যক্তিগণ সিন্দুকছড়ি জোনের প্রতি তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।